
আমি মোঃ শফিকুল ইসলাম, গ্রাম- বৃচাপিলা, ডাকঘর- আহম্মেদপুর, উপজেলা- গুরুদাসপুর, জেলা- নাটোর। আমার ২ একরের একটি পুকুর আছে । পুকুরটিতে মাঝে মধ্যে মাছ মারা যাচ্ছিল। তখন আমি শাহী বাজারের কৌশিক ট্রেডার্সের স্বও্বাধিকারী মোঃ আব্দুল খালেক–এর নিকট গিয়ে পুকুরের সমস্যার কথা বললে সেখানে উপস্থিত ইনতেফা কোম্পানীর টেরিটরি অফিসার জনাব আবু মুসা আমার ২ একর পুকুরে ৭ ফুট পানি হিসেবে ৪০০ গ্রাম ফাতাহ প্রয়োগ করার পরামর্শ দেন। আমি পরামর্শ অনুযায়ী ৪০০ গ্রাম ফাতাহ পুকুরে প্রয়োগ করি এবং দেখি পুকুরে মাছ মারা যাওয়া বন্ধ হয়েছে।