টোপাজ চিলেটেড প্লাস ব্যবহারে অধিক ফলন

আমি মোঃ হানিফ উদ্দিন, পিতা- মরহুম হোসেন মন্ডল, গ্রাম- সোনাপুর, ডাকঘর- নয়ালাভাঙ্গা, উপজেলা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, এ বছর ১৮ বিঘা জমিতে আমন ধান চাষ করি। আমি এর আগে ইনতেফা কোম্পানীর সাহার, বাতিরতারেদ ব্যবহার করতাম।

ইনতেফা কোম্পানীর টেরিটরি অফিসার জনাব মোঃ মিনহাজুল ইসলামের পরামর্শে আমার ৮ শতক জমিতে ধান বের হওয়ার সময় এবার টোপাজ চিলেটেড প্লাস ব্যবহার করি। ভাল ফলাফল পাওয়ায়, আমার নিজ খরচে আরও ৪ বিঘা জমিতে টোপাজ চিলেটেড প্লাস ব্যবহার করি।

টোপাজ চিলেটেড প্লাস ব্যবহার করার ফলে আমার জমির ধান পুষ্ট ও দানা চকচকে হয়েছে এবং ওজন ও বেশি হয়েছে। ইন্‌শাআল্লাহ ভবিষ্যতে আমি আমার সকল ধানের জমিতে টোপাজ চিলেটেড প্লাস ব্যবহার করব।