সফলতার গল্প – মাছের সুরক্ষায় সর্বশ্রেষ্ঠ সমাধান ফাতাহ

আমি মোঃ শফিকুল ইসলাম, গ্রাম- বৃচাপিলা, ডাকঘর- আহম্মেদপুর, উপজেলা- গুরুদাসপুর, জেলা- নাটোর। আমার ২ একরের একটি পুকুর আছে। পুকুরটিতে মাঝে মধ্যে মাছ মারা যাচ্ছিল। তখন আমি শাহী বাজারের কৌশিক ট্রেডার্সের স্বও্বাধিকারী মোঃ আব্দুল খালেক–এর নিকট গিয়ে পুকুরের সমস্যার কথা বললে সেখানে উপস্থিত ইনতেফা কোম্পানীর টেরিটরি অফিসার জনাব আবু মুসা আমার ২ একর পুকুরে ৭ ফুট পানি হিসেবে ৪০০ গ্রাম ফাতাহ প্রয়োগ করার পরামর্শ দেন।

আমি পরামর্শ অনুযায়ী ৪০০ গ্রাম ফাতাহ পুকুরে প্রয়োগ করি এবং দেখি পুকুরে মাছ মারা যাওয়া বন্ধ হয়েছে।

আমার ছোট ভাই জাহিদ হোসেন-এর ১ একরের একটি পুকুর আছে। তার পুকুরেও ২-৩ মাস যাবৎ প্রতিদিন ৪-৫ টি করে পাবদা মাছ মারা যাচ্ছিল। তখন জনাব আবু মুসা-এর পরামর্শ মোতাবেক ১ একর পুকুরে ৫ ফুট পানি হিসেবে ১৫০ গ্রাম ফাতাহ প্রয়োগ করার ফলে দেখা যায় পরবর্তী দিন থেকে মাছ মারা যাওয়া বন্ধ হয়।

আমার কাছে ফাতাহ পণ্যটি বাজারের সর্বশ্রেষ্ঠ জীবাণুনাশক মনে হয়েছে। এখন থেকে আমি ইনতেফা কোম্পানীর পণ্য ব্যবহার করব এবং অন্যান্য মাছ চাষী ভাইদেরও ইনতেফা’র পণ্য ব্যবহারের পরামর্শ দেব।