কৃষকের আঙ্গিনায় ইনতেফা’র পরামর্শ সভা

গত ১৪ই অক্টোবর ২০১৭ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার অন্তর্গত আন্দ্রাইল গ্রামের বিশিষ্ট কৃষক জনাব মোঃ সিরাজ উদ্দিনের বাড়ির আঙ্গিনায় ঐ এলাকার কৃষকদের নিয়ে ধান চাষের উপর এক পরামর্শ সভার আয়োজন করা হয়। উক্ত পরামর্শ সভায় ধান ক্ষেতের বিভিন্ন বালাই ও তার দমন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন ইনতেফা কোম্পানীর সিনিয়র মার্কেটিং অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন।

ঐ এলাকাতে সেই সময় ধান ক্ষেতে খোল পোড়া, খোল পঁচা রোগ ও বাদামি গাছ ফড়িং এর ব্যাপক আক্রমণ ছিল। খোল পোড়া, খোল পঁচা রোগ দমনের জন্য তারেদ এবং বাদামি গাছ ফড়িং দমন করতে লামাহতাকাত একত্রে মিশিয়ে প্রয়োগের পরামর্শ দেয়া হয়। পরবর্তীতে কৃষকগণ ইনতেফা কোম্পানীর এই পণ্যগুলি ব্যবহার করে খোল পোড়া, খোল পঁচা রোগ এবং বাদামি গাছ ফড়িং পোকা সফল ভাবে দমন করতে সক্ষম হন।

বাড়ির আঙ্গিনায় এমন একটি সময় উপযোগী পরামর্শ সভা আয়োজন করার জন্য জনাব মোঃ সিরাজ উদ্দিন এবং অন্যান্য কৃষকগণ বালাইনাশক কোম্পানী ইনতেফাকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে তারা ধান চাষের বিভিন্ন মৌসুমে নিয়মিত ভাবে এমন পরামর্শ সভা করার জন্য ইচ্ছা পোষণ করেন।