
ফেরোমন ফাঁস এর কথা অনেকেই শুনেছেন। ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। সব ধরণের ফসল, সবজি চাষে ক্ষতিকর পোকা, মাছিসহ বিভিন্ন পোকা দমনে উৎকৃষ্ট মাধ্যম ফেরোমন ফাঁদ।
ধান বাংলাদেশের প্রধান ফসল। সবজি অন্যতম ফসল। দেশে ৮৯ প্রকারের শাক-সবজি চাষ হয়ে থাকে। দিন-দিন ফসলি জমি কমে আসলেও বাড়ছে ধান ও সবজির চাষাবাদ। কিন্তু ধান ও সবজি উৎপাদনে খরচও দিন-দিন বেড়েই চলছে। এর প্রধান কারণ হচ্ছে, বিভিন্ন কৃষি উপকরণের।
মূল্যবৃদ্ধি, নতুন-নতুন প্রযুক্তির উদ্ভাবন ও রাসায়নিক সারের মূল্যবৃদ্ধি। ধান ও সবজি উৎপাদনে যেমন ব্যয় বাড়ছে, তেমনি বাড়ছে কীটনাশকের ব্যবহারও। এতে অনিরাপদ হয়ে পড়ছে উৎপাদনক্ষেত্র। তাই নিরাপদ ফসল উৎপাদনে আবিষ্কার করা হয়েছে ফেরোমন ফাঁদ, যাকে জাদুর বাক্সও বলা হয়।
কৃষকরা বেগুন, মিষ্টিকুমড়া, শিম, লাউ, বাঁধাকপি, ফুলকপি, মুলা, টমেটোর ক্ষেত্রে রাসায়নিক সার বেশি প্রয়োগ করে থাকেন। পোকার আক্রমণ থেকে রক্ষায় কীটনাশকের ব্যবহার করা হয়। পোকা দমনের জন্য কৃষক কীটনাশক প্রয়োগ করে থাকেন। কীটনাশক প্রয়োগ এর পাশাপাশি পোকা দমনের একটা উপায় হল ফেরোমন ফাঁদ। এতে কৃষকের কীটনাশক ক্রয়ের খরচ সাশ্রয় হবে এবং নিরাপদ সবজি উৎপাদন হবে। কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাবে ভোক্তারা।
ফেরোমন ফাঁদ, মাছি পোকা দমনের একটি জৈব পদ্ধতি। এখানে একটি ফেরোমন লিউর/টোপ ও একটি বয়াম দরকার হয়। লিউরটি বাজারে কিনতে পাওয়া যায় যেমন, ক্যাপচার প্লাস, বন্ধু-কিউ-লিউর। এটি তৈরির কৌশল অনেকেই জানেন না। আসুন জেনে নেয়া যাক ফেরোমন ফাঁদ কী ও তৈরির পদ্ধতিগুলো।
* কৃত্রিম উপায়ে তৈরি স্ত্রী পোকার গন্ধে পুরুষ পোকাকে আকৃষ্ট করে মারার পদ্ধতি।
* লিউর/কিউলিউর নামক টোপ ব্যবহার করে পুরুষ মাছি পোকা আকৃষ্ট করা সম্ভব:
► তিন লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ও ২২ সেমি. লম্বা চার কোণাকৃতি বা গোলাকার একটি প্লাস্টিক পাত্র দিয়ে এই ফাঁদ তৈরি করা হয়।
নিরাপদ ফসল উৎপাদনে সেক্স ফেরোমন ফাঁদ
পাত্রটি উভয় পার্শ্বে ১০-১২ সেমি উচ্চতা সম্পন্ন এবং নিচের দিকে ১০-১২ সেমি পরিমাণ অংশ ত্রিভুজাকারে কেটে ফেলতে হবে।
* পাত্রের তলা হতে কাটা অংশের নিচের দিক কমপক্ষে ৪-৫ সেমি, উঁচু হওয়া বাঞ্ছনীয়। ফাঁদ পাতা অবস্থায় সব সময় পাত্রের তলা হতে উপরের দিকে ৩-৪ সেমি পর্যন্ত সাবান মিশ্রিত পানি রয়ে
প্লাস্টিক পাত্রের মুখ থেকে সেক্স ফেরোমন টোপাটি একটি সরু তার দিয়ে এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে যেন যেটি পানি থেকে মাত্র ২-৩ সে.মি. উপরে থাকে।
* সেক্স ফেরোমনের গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ মাছি পোকা প্লাস্টিক পাত্রের অভ্যন্তরে প্রবেশ করে ও সাবান পানিতে পড়ে আটকে পরে মারা যায়;
► প্রতি ১২-১৫ মিটার দূরে-দূরে বর্গাকারে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে;
► প্রতি ৩ শতাংশ জমির জন্য ১টি ফাঁদ ব্যবহার করা উচিত। একটি টোপ এক মৌসুমের জন্য প্রযোজ্য। খেয়াল রাখতে হবে, পাত্রের তলায় রক্ষিত সাবান পানি যেন শুকিয়ে না যায়। ফাঁদের পানি শুকিয়ে গেলে পুনরায় সাবান/কাপড় কাচার পাউডার মিশ্রিত পানি দিতে হবে।
* প্রতি ৪-৫ দিন পর-পর ফাঁদের সাবান মিশ্রিত পানি পোকাসহ পরিষ্কার ও পরিবর্তন করতে হবে।
* ফেরোমন টোপগুলো অ্যালুমিনিয়াম প্যাকেটে ১-২ বছর সংরক্ষণ করা যায়:
* চারা লাগানোর ১০-১৫ দিন থেকে ফেরোমোন ফাঁদ স্থাপন করতে হবে।
* ২টি খুঁটির মাঝে ফাঁদটি বসিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে;
► গাছের উচ্চতা বাড়ার সাথে-সাথে ফাঁদটিকে উপরের দিকে তুলে দিতে হবে।বেগুনের ক্ষেত্রে দেড় থেকে দুই মাস পরপর এবং কুমড়া জাতীয় সবজি ফলের মাছি পোকার ক্ষেত্রে প্রতি তিন মাস পর টোপ বা লিউর পরিবর্তন করে নতুন টোপ বা লিউর ফাঁদ পুনঃস্থাপন করতে হবে;
* বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, কুমড়াজাতীয় সবজির ফলের মাছি পোকা, আম, লিচু, পেয়ারা, ও কমলার মাছি পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়।
*কম শ্রম ও খরচে পরিবেশবান্ধব এবং সাস্থ্যসম্মত নিরাপদ সবজি উৎপাদন করা সম্ভব;
এক একর জমিতে সর্বোচ্চ ৪০ টি ফাঁদের প্রয়োজন হয়। বেগুন, বাঁধাকপি, ফুলকপি, মিষ্টিকুমড়া, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, চালকুমড়া, শসা, শিম, তুলা, বরবটি, টমেটো ইত্যাদি ফসলে সেক্স ফেরোমন ফাঁদ বেশি ব্যবহার করা তবে ধরণ অনুসারে টিউব ব্যবহার করতে হয়। ফেরোমন ফাঁদকে পরিবেশবান্ধব পোকা দমন পদ্ধতি বলে মনে করেন কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
খাদ্য-শস্য উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ।বিশ্বে সবজি উৎপাদনে বাংলাদেশ ৩য় স্থানে রয়েছে। সেক্স ফেরোমন ফাঁদ কীটনাশক মুক্ত সবজি উৎপাদনের এক যুগান্তকারী পদ্ধতি। গুণগতমানের ফসল উৎপাদনে এই ফাঁদ যুগোপযোগী ও কার্যকরী পদক্ষেপ।
মো:হাসানুজ্জামান
কৃষি সম্প্রসারণ অফিসার
বালিয়াকান্দি,রাজবাড়ী