ইনতেফা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জৈব সার হলো মাটির প্রাণ। মাটির স্বাস্থ্য ভালো রাখতে জৈব সারের কোনো বিকল্প নেই। অধিক ফলনের জন্য চাষের সময় প্রয়োজন অনুযায়ী মাটিতে জৈব সার দিতে হবে। এতে ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যেমনঃ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার ও অন্যান্য খাদ্য উপাদান থাকে। ফলে জৈব সার উদ্ভিদের পুষ্টি ও খাদ্যের ঘাটতি পূরণ করে। এছাড়া জৈব সার মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করে। ফলে অনেক ক্ষেত্রে সেচ কম লাগে।

এসকল দিক বিবেচনা করে গুণগত মান সম্পন্ন জৈব সার উৎপাদনের লক্ষ্যে ইনতেফা ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গত ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএআরআই’র সম্মানিত মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, প্রশিক্ষণ ও যোগাযোগ উইং-এর পরিচালক ড. ফেরদৌসী ইসলাম, পরিকল্পনা ও মূল্যায়ন উইং-এর পরিচালক ড. অপূর্ব কান্তি চৌধুরী, বিভিন্ন বিভাগ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ইনতেফা’র প্রেসিডেন্ট জনাব কাজী মোহাম্মদ আবু দাউদ ইব্রাহিম, ভাইস-প্রেসিডেন্ট জনাব এম. এ জলিল প্রামাণিক, ডিরেক্টর সেলস্ জনাব মো. জিয়াউল করিম শানতু, এক্সিকিউটিভ অফিসার এইচআর মিসেস নূর-ই-জান্নাত, এক্সিকিউটিভ অফিসার অপারেশনস জনাব আব্দুল্লাহ আনাস ও পিডিটিআর টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সমঝোতা স্বারকটি স্বাক্ষর করেন বিএআরআই-এর পক্ষে প্রশিক্ষণ ও যোগাযোগ উইং-এর পরিচালক ড. ফেরদৌসী ইসলাম এবং ইনতেফা’র প্রেসিডেন্ট জনাব কাজী মোহাম্মদ আবু দাউদ ইব্রাহিম। এ সমঝোতা স্মারকের আওতায় বিএআরআই ও ইনতেফা গুণগত মানসম্পন্ন জৈবসার উৎপাদনে একসাথে কাজ করবে; যা কৃষি সেবায় ইনতেফা’র অগ্রযাত্রাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।